ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে ব্যাঙ্গালোর এর জয়
ভিরাট কোহলির ছন্দে ফেরার সঙ্গে সঙ্গে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ফিরেছে জয়ের ধারায়। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ ১৯৪ রানের স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
কোহলিদের দেওয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কেবল ১১২ রানই তুলতে সক্ষম হয় কলকাতা। রান তাড়া করতে নেমে ইনিংসের ৪র্থ ওভারে দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কলকাতা। ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন ১২ বলে ৮ রান করে ফেরে সাজঘরে। এরপর দুর্দান্ত ফর্মে থাকা শুভমন গিল দ্বিতীয় উইকেটে নিতীশ রানের সঙ্গে ২৮ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ অর্ধশতক পার করেন। এরপর ব্যক্তিগত ৯ রানেফেরেন বোল্ড হয়ে ফেরেন নিতীশ। দলীয় সংগ্রহ ৫৫ হতেই রানআউটে কাটা পড়েন শুভমন (৩৪)।
এরপর একে একে ফেরেন দীনেশ কার্তিক এবং ইয়ন মরগানও আর তাতেই কলকাতার জয়ের আশা নিভতে থাকে। কার্তিক মাত্র ১ আর মরগান ফেরেন ৮ রানে। অ্যান্ড্রিউ রাসেল (১৬) এবং রাহুল ত্রিপাঠি (১৬) ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় কেকেআরের। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১২ রানে থামে কলকাতার ইনিংস। আর ব্যাঙ্গালোর জয় পায় ৮২ রানের বিশাল ব্যবধানে। আরসিবি’র হয়ে এদিন দুটি করে উইকেট নেন ক্রিস মরিস এবং ওয়াশিংটন সুন্দর।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে ব্যাঙ্গালোর। এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে অ্যারন ফিঞ্চ, দেভদ্যুত পাড্ডীকেল এবং বিরাট কোহলি পেয়েছেন রান। ইনিংসের ৮ম ওভারে পাড্ডিকেল (৩২) আর ১৩তম ওভারে ফিঞ্চ (৪৭) ফেরেন। এই অজি ব্যাটসম্যান যখন ফেরেন তখন আরসিবির স্কোরবোর্ডে রান সংখ্যা ৯৪। এরপর উইকেটে আসেন এবি ডি ভিলিয়ার্স। আর এসেই শুরু করেন টর্নেডো।
ইনিংসের ১৬তম ওভারে ব্যাঙ্গালোরের রান সংখ্যা তখন ২ উইকেট হারিয়ে ১১১। কোহলির নামের পাশে ২১ আর ভিলিয়ার্স করেছেন ৯ বলে ৮ রান। সেখান থেকেই শেষ পাঁচ ওভারে ভিলিয়ার্স ঝড়ে লণ্ডভণ্ড কেকেআরের বোলিং লাইন আপ। শেষ পাঁচ ওভারে ভিলিয়ার্সের ব্যাট থেকেই আসে ৬৫ রান। শেষ পর্যন্ত ৫টি চার এবং ৬টি ছক্কায় ৩৩ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন এই প্রোটিয়া। অন্যদিকে কোহলি ২৮ বলে ৩৩ রান করে কেবল সঙ্গ দিয়ে গেছেন তাকে। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামে এবি ঝড়।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৯৪/২; (ভিলিয়ার্স ৭৩*, ফিঞ্চ ৪৭); (কৃষ্ণা ১/৪২; রাসেল ১/৫১)
কলকাতা নাইট রাইডার্স: ১১২/৯; (শুভমন ৩৪, রাসেল ১৬); (মরিস ২/১৭, ওয়াশিংটন ২/২০)
ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুর ৮২ রানে জয়ী।