বগুড়া সদর উপজেলা

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মন্ত্রীসভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড খসড়া চূড়ান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরে জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বের হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলূ, সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার রায়সহ বগুড়া জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।

আনন্দ শোভাযাত্রায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button