বগুড়া সদর উপজেলা

বগুড়ার বাঘোপাড়ায় দোকানে আগুন, ১৫ লক্ষ টাকার ক্ষতি

বগুড়া সদরের বাঘোপাড়ায় ৬টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

মঙ্গলবার সদরের বাঘোপাড়ায় হাইওয়ে রোড সংলগ্ন ৬টি দোকানে আগুন লাগে। আগুনের শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান: ওয়েল্ডিংয়ের দোকানরন গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ৬ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button