খেলাধুলা

হায়দরাবাদকে হারিয়ে চেন্নাই এর তৃতীয় জয়

আইপিএল চলতি আসরে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস। অষ্টম ম্যাচে তৃতীয় জয় পাওয়ার দিনে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

সংক্ষিপ্ত স্কোরঃ

চেন্নাই সুপার কিংস ১৬৭/৬ (২০ ওভার)
ওয়াটসন ৪২, রাইডু ৪১, জাদেজা ২৫, ধোনি ২১;
সন্দীপ ২/১৯, নটরাজন ২/৪১, খলিল ২/৪৫।

সানরাইজ হায়দরাবাদ ১৪৭/৮ (২০ ওভার)
উইলিয়ামসন ৫৭, বেয়ারস্টো ২৩,
কর্ণ ২/৩৭, শারদুল ১/১০, স্যাম ১/১৮।

ফলাফল: চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button