খেলাধুলা

রাজস্থানকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে দিল্লি ক্যাপিটালস

আইপিএল চলতি আসরের ৩০ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রায় হাত ফসকে যাওয়া ম্যাচটা ১৩ রানে জয় করে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লি ক্যাপিটালস ১৬১/৭ (২০ ওভার)
ধাওয়ান ৫৭, আইয়ার ৫৩, স্টয়নিস ১৮;
আর্চার ৩/১৯, উনাদকাট ২/৩২।

রাজস্থান রয়্যালস ১৪৮/৮ (২০ ওভার)
স্টোকস ৪১, স্যামসন ২৫, বাটলার ২২
নকিয়া ২/৩৩, অশ্বিন ১/১৭

ফলাফল: দিল্লি ক্যাপিটালস ১৩ রানে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button