খেলাধুলা
রোনালদোকে ছাড়াই, পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই জিতেছে পর্তুগাল, ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে। রোনালদো করোনায় আক্রান্ত হওয়ায় এ ম্যাচ খেলতে পারেনি।
পরীক্ষার নাম সুইডেন। শতভাগ পরাজয়ে যারা নিজেরাই কাবু। তাই ফলটাও যে পক্ষে থাকবে তা ছিলো অনুমেয়। সম্ভাবনাকে সাফল্যে রুপ দেন বার্নাদো সিলভা।
প্রথমার্ধে ব্যবধান দ্বিগুন করেন দিয়োগো জোতা।
ইউরোপের সেলেসাওরা তখন অদম্য। দ্বিতীয়ার্ধে লিভারপুল ফরোয়ার্ডের আরেক গোল। পয়েন্টে সমান হলেও গোল পার্থক্যে ফ্রান্সকে টপকে সি গ্রুপের শীর্ষে ইউরোপ আর নেশন্স লিগ চ্যাম্পিয়নরা।