আদমদিঘী উপজেলা

আদমদীঘিতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কড়ই পূর্বপাড়া মাঠের ধানক্ষেত থেকে নাঈম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কড়ই পূর্বপাড়া মাঠের মাঠে গভীর নলকূপ ঘরের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম উপজেলার কড়ই সরকার পাড়ার নাসির উদ্দিনের ছেলে।

জানা যায়, উপজেলার কড়ই সরকার পাড়ার গ্রামের নাসির উদ্দিনের ছেলে নিহত নাঈম হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন করে কড়ই পূর্বপাড়া মাঠে গভীর নলকূপ ঘরের পাশের জমিতে অসুস্থ হয়ে মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ধারণা করা যাচ্ছে সে মাদকাসক্ত ছিল। তার লাশের পাশে ছিল নেশাজাতীয় দ্রব্য। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button