কাহালুতে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ; থানায় অভিযোগ
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/received_697376207541412_copy_780x405-scaled.jpeg)
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশা বড়গাছা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন থানায় লিখিত অভিযোগ।
থানায় অভিযোগ সুত্রে জানা যায় : উপজেলার বিশা বড়গাছা গ্রামের ইয়াছিন আলীর পুত্র মৎস্যচাষী জহুরুল ইসলাস অত্র গ্রামের গোপিন গাড়ী নামক সরকারী খাস প্রায় ২ বিঘা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
শুক্রবার ভোর রাতে পুর্ব শত্রুতার
জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করে রুই, কাতলা, কার্প, সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৮/৩০ মন মাছ নিধন করেছে প্রতিপক্ষরা, যার আনুমানিক মুল্যে প্রায় দেড় লাখ টাকা।
এই ঘটনায় মৎস্যচাষী জহুরুল
ইসলাম কাহালু উপজেলার বড়গাছার গ্রামের নাজিমুদ্দিন এর পুত্র শাহ আলম (৩০), বিশা গ্রামের জয়নাল এর পুত্র আরিফুল ইসলাম (২৮) ও বিশা (চুনাগাড়ী) গ্রামের আবু বক্করের পুত্র শফিকুল ইসলাম (৪০) এর নামে থানায় লিখিত অভিযোগ দেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ মো : জিয়া লতিফুল ইসলাম তিনি লিখিত অভিযোগ পাওয়ার
কথা নিশ্চিত করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।