জিডিপিতে সার্কের সব দেশের উপরে বাংলাদেশ
ভারত-পাকিস্তানের ২৪ বছর পর জন্ম বাংলাদেশের। কিন্তু জিডিপিতে ৫০ বছরেই ছাড়িয়েছে দুই প্রতিবেশী দেশকে। আগে পাকিস্তানকে পেছনে ফেললেও জিডিপিতে এবছরই প্রথম ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু ভারত-পাকিস্তান নয়, সার্কভূক্ত আট দেশের উপরেই থাকছে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে উঠে এসেছে এ তথ্য। দেশের এমন অভাবনীয় সাফল্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
যুদ্ধবিধ্বস্থ স্বাধীন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু ১৯৭২ সালে। সে সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১২০ ডলার আর পাকিস্তানের ছিল ১৮০ ডলার। অর্থাৎ পাকিস্তানের অবস্থান ছিল বাংলাদেশের উপরে।
আর এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার, অথচ পাকিস্তানের ১ হাজার ২৮৫ ডলার। অর্থনৈতিক অগ্রগতির ফলে স্বাধীনতার কয়েক দশকেই পাকিস্তানকে সব সূচকে কয়েক গুণ পিছনে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
এদিকে পাঁচ বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি ছিল। কিন্তু গত কয়েক বছরে নোট বাতিল, নতুন কর কাঠামোসহ বেশকিছু কারণে টালমাটাল দেশটির অর্থনীতি। সবশেষ করোনার ধাক্কায় আরো পিছিয়েছে। আগে প্রতিবেশী এ দেশ থেকে বেশ কিছু সূচকে পিছিয়ে থাকলেও এবার ভারতকে ছাড়িয়ে যাবার বড় সুযোগ এসেছে বাংলাদেশের।
ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের আভাস এ বছর ভারতের মাথাপিছু জিডিপি সাড়ে ১০ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ ডলারে নেমে আসতে পারে যা গত চার বছরে সর্বনিম্ন।
আর একই সময়ে ডলারের হিসেবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় ৪ ভাগ বৃদ্ধি পেয়ে হবে এক হাজার ৮৮৮ ডলার। সে হিসেবে জিডিপিতে প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ প্রথমবারের মতো ছাড়িয়ে যাবে বলছে আইএমএফ।
মূলত করোনা মহামারির কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে আইএমএফ। সে তুলনায় করোনার ক্ষতি মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতির কারণে ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এ অঞ্চলে বাংলাদেশের পরই জিডিপিতে এগিয়ে থাকবে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।