বিনোদন
জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/received_356238185719416_copy_780x405-scaled.jpeg)
ভারত ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি শিল্পী তার অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
কুমার শানু জানান, ৩ দিন আগে তার শরীরে জ্বর এসেছিল। পরীক্ষার পর জানতে পারেন করোনা পজিটিভ। বর্তমানে চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। খবরটি শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একাধিক গণমাধ্যমও নিশ্চিত করেছে।
কয়েকদিন আগে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই শিল্পী। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সিনেমা ও অডিওতে গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।