খেলাধুলা

কলকাতার বিপক্ষে মুম্বাই এর দাপুটে জয়

আইপিএলে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় মোকাবেলাতেও অনায়াসেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে ১৪৮ রানে আটকে রাখার পর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে সেই লক্ষ্যে পৌঁছে যান আট উইকেট ও ১৯ বল হাতে রেখে।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা নাইট রাইডার্স ১৪৮/৫, ২০ ওভার
কামিন্স ৫৩, মরগান ৩৯, গিল ২১
চাহার ২/১৮, বুমরাহ ১/২২, বোল্ট ১/৩২

মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/২, ১৬.৫ ওভার
ডি কক ৭৮, রোহিত ৩৫, হার্দিক ২১
ভরুন ১/২৩, মাভি ১/২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button