কাঁচা বাজারবগুড়ায় থাকা
বগুড়ায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জাতের সবজির দাম
বগুড়ায় বিভিন্ন জাতের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েক দফা বন্যা ও বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির হাট বগুড়ার মহাস্থান। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এই হাট থেকে সবজি সরবরাহ করা হয়। কিন্তু গেলো প্রায় ১০ দিন এখানে চাহিদার তুলনায় অনেক কম সবজি মিলছে পাইকারি ক্রেতাদের। কয়েকদফা বন্যা ও টানা বৃষ্টির কারণে ফলন হয়েছে অনেক কম। উৎপাদন কম হওয়ায় পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কয়েক গুণ বেড়ে গেছে।
এদিকে, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনা সবজির দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। পাইকারি দামে ৪০-৪৫ টাকা দিয়ে কেনা বেগুন বগুড়া শহরের বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একইভাবে আলু, পটল, মূলা, করলাসহ সব ধরনের সবজিতেই কেজি প্রতি নেয়া হচ্ছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দাম।