বগুড়া সদর উপজেলা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

সজল শেখ (স্টাফ রিপোর্টার): ১৮ অক্টোবর রবিবার বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে
স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।

এ সময় জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button