কাহালুতে মদ পান করে ২ তরুণের মৃত্যু

বগুড়া জেলার কাহালু উপজেলায় মদ পান করে দুই তরুণের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন অসুস্থ্য হয়ে জেলার নন্দীগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
মৃতরা হলো কাহালুর জামগ্রাম ইউনিয়নের জামগ্রাম পশ্চিম পাড়ার মৃত আব্দুল মালেকের পুত্র সুমন (১৬) ও একই গ্রামের মজিবর রহমানের পুত্র মিনহাজ (১৭) । এদের মধ্যে ভোর ৬টায় হাসপাতালে নেয়ার পথে সুমন এবং সকাল ৯টায় মিনহাজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একই গ্রামের মতিউর রহমানের পুত্র অসুস্থ শাকিল (২০ ) কে নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাপসাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার পর মৃত সুমনের বাড়ীতে বাংলা মদ তৈরী করে পান করে ৫-৬ জন তরুন ও যুবক। এরপর তারা অসুস্থ্য হয়ে ২জন মারা যান । অসুস্থ্য অপর ২-৩ যুবকের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জামগ্রাম বাজারের লোকজন জানান, মৃত দু’জনই মাদক কারবারী ও সেবনকারী। তারা নিজের বাড়ীতে বাংলা মদ (চোয়ানী) তৈরীর পর সেবন করে মারা গেছে।
জামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন আলম জানান, ২জন মৃত্যুর কথা শুনেছি। তারা কি কারনে মারা গেছে তা নিশ্চিত নই। এদের মধ্যেকার সুমন হার্ট অ্যাটাকে মারা গেছে বলে জেনেছি।
এ ব্যাপারে কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি এবং কি কারনে মারা গেছে তা জানি না।