খেলাধুলা

বগুড়া জিলা স্কুলের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, মুশফিকের শুভেচ্ছাবার্তা

করোনার দীর্ঘ ক্লান্তি, বিষাদ, দুর্ভোগ ছাড়িয়ে এ যেন এক মহাউৎসবে মিলেছে বগুড়ার ছেলেরা। প্রাক্ত ছাত্র মুশফিকও টুর্নামেন্ট উপলক্ষ্যে দিয়েছেন ভিডিও বার্তা।

এক ভিডিও বার্তায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জানান, ‘তিনি খুবই মিস করছেন, মহামারী করোনার কারনে উপস্থিত হতে পারেন নি।’

https://facebook.com/story.php?story_fbid=189438329372184&id=100049180542749
মুশফিকের ভিডিও বার্তা

বগুড়া জিলা স্কুলের ১৯৯৩ থেকে বর্তমান কাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য করা ফুটবল-ক্রিকেটের এই টুর্নামেন্ট আয়োজন করে ২০১৩ ও ১৪ ব্যাচের শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট আয়োজন শেষে ট্রফি-ক্যাশ ভাইচার দেয়া হয়। প্রতিটি জার্সির পেছনে লেখা ছিল সর্বশেষ রোল নম্বর। আনন্দের এই মহাজজ্ঞের খবর মুশফিকুর রহিমকেও টেনেছে ভীষণ। এই স্কুল মাঠে তারও যে রয়েছে অসংখ্য স্মৃতিকথা।

এই বিভাগের অন্য খবর

Back to top button