বগুড়ায় থাকা

শুরু হচ্ছে বাঙালী নদী খনন প্রকল্পের কাজ

সিরাজগঞ্জ-বগুড়া হয়ে গাইবান্ধা পর্যন্ত ২২৩ কিলোমিটার বাঙালী নদীর খনন কাজের অনুমোদন হয়েছে। কাজটি সম্পন্ন করতে সরকারের ব্যয় হবে ২৩শ কোটি টাকা।

অপরদিকে বাঙালী নদীর অব্যাহত ভাঙন রোধে বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়ায় বাঁশের পাইলিং করে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে বগুড়া জেলার ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলার উপর দিয়ে গাইবান্ধা পর্যন্ত ২২৩ কিলোমিটার বাঙালী নদী খনন ও নদীর তীর সংরক্ষণের জন্য সরকার ২৩শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ২২৩ কিলোমিটার নদী খনন ও তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন পেয়েছে। কাজটি লটারির মাধ্যমে ঠিকাদার নিযুক্তসহ সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে প্রকল্পটির কাজ শুরু হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button