আন্তর্জাতিক খবর

কম বেতনে চলছেনা সংসার, পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

কম বেতনের কারণে সংসার চলছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসনের। এমনটাই জানিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিস জনসন।

একটা দেশের প্রধানমন্ত্রীর এমন কথাতে অবাক হলেও এটাই সত্যি। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন।

বরিস জনসনের বর্তমান মাসিক বেতন এক লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড। তবে তিনি জানিয়েছেন, এত কম অর্থে একজন প্রধানমন্ত্রীর দিন চলে না। তাই তিনি চাকরি ছেড়ে দিতে চান।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি জানান, সপ্তাহে ২৩ হাজার ইউরো উপার্জন করতেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর উপার্জন তুলনামূলক কমে গিয়েছে।

বরিসের ছয় সন্তান। তাঁরা প্রত্যেকেই এখন প্রাপ্তবয়স্ক। ফলে বাবা হিসাবে তাঁদের আর্থিক সহায়তা করতে হয় তাঁকে। এছাড়া প্রথম পক্ষের স্ত্রীকেও খোরপোশ দিতে হয়। ফলে এত কম মাইনেতে তাঁর আর জীবন চলছে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button