বগুড়া সদর উপজেলা

বগুড়ায় মৎসকণ্যা আকৃতির শিশু জন্মের ৪ ঘন্টা পর মৃত্যু

বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে।

২০ অক্টোবর সোমবার রাতে জন্ম নেয়া শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায় না।

চিকিৎসকরা জানিয়েছেন, শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আকতার সন্তান প্রসবের জন্য বিকেলে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৭ টার দিকে কোনও অপারেশন ছাড়া স্বাভাবিকভাবে তিনি ওই শিশুটির জন্ম দেন। জন্মের পর দেখা যায়, কোমরের নিচ থেকে শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো এবং তার পায়খানা ও প্রস্রাবের কোনও অঙ্গ নেই শরীরে।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনার পরিদর্শক এফডাব্লিউভি শাহবাজ আজমাইন জানান: শিশুটির জন্মের পর দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে, দেখতে মৎস্য আকৃতির মতো মনে হয়। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। শিশুটি জন্মের সাড়ে ৪ ঘন্টা পর মৃত্যু বরণ করে বলেও জানান এই চিকিৎসক।

এই বিভাগের অন্য খবর

Back to top button