শিক্ষা

অটোপাস নয়, মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা:শিক্ষা উপমন্ত্রী

করোনাভাইরাসের কারণে স্থাগিত পরীক্ষাগুলোর পরীক্ষার্থী অটোপাস হচ্ছে না, তারা মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, একটি কথা বার বার আসছে অটোপাস। কিন্ত এখানে অটোপাসের কোন বিষয় নেই। এখানে অটোপাস কেউ হচ্ছে না, মূল্যায়িত হচ্ছে। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতকার্য-অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে কাউকে অকৃতকার্য করা হয় না। কারণ কেউ অকৃতকার্য হওয়ার মানে আমি প্রতিষ্ঠান হিসাবে তাদের কৃতকার্য করাতে পারিনি। তাই সেভাবেই তাদের মূল্যায়ন করা হয়। আমরাও সেদিকেই যাবো। ভবিষ্যতেও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল দেখতে হবে। কেউ কৃতকার্য না হলে কিন্তু সেটা আমাদেরই দুর্বলতা।

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

সুত্রঃ বিজয় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button