খেলাধুলা

ক্রিকেট বিশ্বে প্রথম ‘কোভিড বদলি’ খেলোয়াড় বেন লিস্টার

বিশ্বের প্রথম ‘কোভিড বদলি’ খেলোয়াড় হলেন বেন লিস্টার। করোনায় আক্রান্ত ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের বদলি হিসেবে পেসার বেন লিস্টারকে মাঠে নামানোর অনুমতি পায় নিউজিল্যান্ডের ঘরোয়া দল অকল্যান্ড।

সোমবার থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বোধ করছিলেন একাদশে থাকা মার্ক চ্যাপম্যান। তার ভাইরাস পরীক্ষা করানো হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত অকল্যান্ড লিস্টারকে খেলানোর অনুমতি পেয়েছে।

নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট প্ল্যাঙ্কেট শিল্ড শুরু হয়েছে সোমবার। সময়মত অন্য দুই ম্যাচ শুরু হলেও চ্যাপম্যানের অসুস্থতার কারণে একদিন পর শুরু হয় অকল্যান্ড-ওটাগো ম্যাচটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button