খেলাধুলা

জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সেলোনার

২০২০/২১ মৌসুমে ফেরেঙ্কভারোসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলতে নামে বার্সেলোনা, আর প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি। লিওনেল মেসি, আনসু ফাতি ও ফিলিপ কুতিনহোদের স্কোরশিটে নাম লেখানোয় বড় জয় পায় বার্সেলোনা। বার্সেলোনার ডাগ আউটে রোনাল্ড কোম্যানের অভিষেক ম্যাচটি শিষ্যরা ৫-১ গোলের জয় উপহার দিল।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফেরেঙ্কভারোসের বিপক্ষে শুরু থেকেই চড়াও লিওনেল মেসিরা। যদিও এদিন দলের অন্যতম সেরা তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানকে বেঞ্চে রেখেই দল সাজান রোনাল্ড কোম্যান। তবে তাতে একবিন্দুও যেন আক্রমণের ধার কমেনি বার্সার। আনসু ফাতি, ট্রিনকাও আর ফিলিপ কুতিনহোকে নিয়ে আক্রমণভাগের নেতৃত্ব দেন লিওনেল মেসি। আর তাতেই লণ্ডভণ্ড হাঙ্গেরির ক্লাবটির রক্ষণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button