বগুড়া সদর উপজেলা

বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ১৫৫ জন শিশুকে বস্ত্র উপহার

‘দুর্গাপূজার আনন্দ উৎসব -০২’ ব্যানারে দ্বিতীয় বারের মতো ‘বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’ সুবিধাবঞ্চিত হিন্দুধর্মালম্বী শিশুদের নতুন বস্ত্র বিতরণ করে। এবছর তারা ১৫৫ জন শিশুকে দুর্গাপূজায় নতুন বস্ত্র উপহার দেয় প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পূজা উদযাপন পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।

তিনি আরো ২৫ জন শিশুকে নতুন বস্ত্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন এসময়।

এসব শিশুদের বয়স সীমা ছিলো ২ মাস থেকে ১৪ বছর।

শহরের চেলোপাড়া, কৃষ্ণপাড়া, নারুলি, কৈপাড়া প্রভৃতি এলাকার শিশুদের মাঝে এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মিষ্টি দত্ত বলেন, ‘আমরা অনেক খুশি এসব বাবুদের নতুন জামা উপহার দিতে পেরে। আমরা চাই প্রতিবছরই পূজার আগে এমন শিশুদের নতুন বস্ত্র উপহার দিতে যারা আর্থিক ভাবে অস্বচ্ছল।’

‘বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’ এর সংগীত বলেন, ‘আমাদের আশেপাশেই এমন অনেক শিশুরা আছে যারা পূজায় নতুন জামা পায় না। আমরা বরাবরই চেষ্টা করি সেইসব শিশুদেরকে পূজোয় নতুন জামা উপহার দিতে। আমি বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকল অনুদান প্রদানকারীকে। আমরা চাই সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে এসব শিশুর পাশে দাঁড়ায়।’

এই বিভাগের অন্য খবর

Back to top button