খেলাধুলা
আইপিএল থেকে ছিটকে গেলেন ক্যারিবীয় পেসার ব্রাভো
আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো। কুচকির ইনজুরির কারণে এবারের আসরে আর খেলা হচ্ছে না এ বোলারের।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ জানান, ‘ডান কুচকিতে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। দু’একদিনের মধ্যে আরব আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন ব্রাভো।’
এই মৌসুমের শুরু থেকেই অবশ্য ব্রাভো চোটে ভুগছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটুর চোটে পড়া এই ৩৭ বছর বয়সী তারকা চেন্নাইর শুরু দিকে ছিলেন না। তিনি এখন পর্যন্ত মাহেন্দ্র সিং ধোনির দলের ১০ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন। এসময় তিনি ৮.৫৭ ইকোনোমিতে ৬টি উইকেট নিয়েছেন। তবে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।