আদমদিঘী উপজেলা

বগুড়ার আদমদীঘিতে বালিশ ভর্তি ফেনসিডিলসহ আটক এক

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বালিশ ভর্তি ফেনসিডিলসহ সোহেল রানা (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি নওগাঁর ধামুইরহাটের মাতাজী ঘোষনগর গ্রামের মতি মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘সান্তাহার’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনে মাদক কারবারি সোহেল রানা প্লাষ্টিকের বস্তার মধ্যে দুটি বালিশে কৌশলে ফেনসিডিল নিয়ে যাত্রী বেশে যাচ্ছিলেন। গোপন সংবাদেরভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় শারীব সার কারখানার সামনে ঢাকাগামী ওই বাসে তল্লাশী চালানো হয়। এসময় সোহেলের পায়ের মাঝখানে রাখা দুটি বালিশ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button