খেলাধুলা

সিরাজের তাণ্ডবে কলকাতাকে হাড়িয়ে বেঙ্গালুরুর বড় জয়

আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে দুই ওভার মেডেন নিয়েছেন মোহাম্মদ সিরাজ। আর এই পেসারের বোলিং তাণ্ডবে মাত্র ৮৪ রানে থেমেছে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বেঙ্গালুরু।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা নাইট রাইডার্স: ৮৪/৮ (২০ ওভার) (মরগান ৩০, ফার্গুসন ১৯*; সিরাজ ৩/৮)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৮৫/২ (১৩.৩ ওভার) (পাদিকাল ২৫, ফিঞ্চ ১৬, গুরুকৃত ২১, কোহলি ১৮; ফার্গুসন ১/১৭)

ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ উইকেট এ জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button