কাহালু উপজেলা
কাহালুতে আলুর স্টোরে ভ্রাম্যমান আদালতের জরিমানা
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/InShot_20201022_192519366_copy_700x400.jpg)
বগুড়ার কাহালুতে বাজারে আলুর কৃত্রিম সংকট নিরসন ও অবৈধ মজুদ ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান অবৈধ ভাবে আলু মজুদ করে রাখায় ২টি আলুর স্টোরে (হিমাগার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় কাহালু উপজেলার ভুগইল এলাকায় অবস্থিত বগুড়া ভান্ডার কোল্ডস্টোরের ১০ হাজার ও পাইকাড় হিমাগারে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমান, কাহালু থানার এস আই খায়ের উদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।