বগুড়া সদর উপজেলা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহবান বগুড়া জেলা প্রশাসকের

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। চালকদের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরকেও সচেতন হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং গতিসীমা লঙ্ঘন করে গাড়ী না চালানো সহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান তিনি।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাতমাথায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭দিন ব্যাপি কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

নিসচা বগুড়া জেলা শাখা ৭দিন ব্যাপি কর্মসুচির মধ্যে রয়েছে আলোচনা সভা, লিফলেট বিতরণ, মানববন্ধন।
এসময় সাতমাথায় লিফলেট বিতরন সহ হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের হেলমেট পড়ার উপকারিতা, পথচারী ও মোটর সাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক।

সংগঠনের সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আমজাদ হোসেন মিন্টু, আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, জহুরুল ইসলাম, রাহাত রিটু, মির্জা শাহ রেজা, মাসুম আলম, গোলাম রব্বানী শিপন, ইমরান তালুকদার, জাহিদ হোসেন, নাজমুল হুদা, আব্দুল ওয়াদুদ, মেহেরুল ইসলাম, আব্দুল আলীম, বদিউল আলম রতন প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button