অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে অসহায় দুস্থদের মাঝে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় শহরের চেলোপাড়া সার্বজনীন কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে অসহায় দুস্থদের মাঝে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রশাদ রাজের সভাপতিত্বে প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, এ্যাড. জাকির হোসেন নবাব, তপন চক্রবর্তি, আল রাজী জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, নাজমুল কাদের শিপন, সজল শেখ, ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম, মুকুল ইসলাম, সজীব সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত।