বগুড়া লাইভের নতুন অধ্যায় “নব্যদীপ্তি” শুদ্ধ চিন্তায় তারুণ্য
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/নব্যদীপ্তি-s-Copy-scaled.jpg)
শুদ্ধ চিন্তায় তারুণ্য স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে বগুড়া লাইভে সংবাদের নতুন অধ্যায় “নব্যদীপ্তি”। নব্যদীপ্তির মাধ্যমে একদল তরুনের কন্ঠস্বরকে সবার সামনে তুলে ধরার অঙ্গীকার নিয়েছে বগুড়া লাইভ।
“নব্যদীপ্তি” তরুণদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। তরুণদের কেনই–বা বলি, প্রায় সব বয়সের মানুষেরই প্রিয় একটি পড়ার জায়গা তৈরী হবে এটি। আমাদের বগুড়া লাইভ ৭ বছরে পদার্পণ করছে। যেদিন পোর্টালটি প্রথম প্রকাশিত হয়, সেদিনটির কথা আমাদের খুব মনে পড়ে। একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই বগুড়া লাইভ এর পদার্পন হয়েছিল। কিন্তু তখনই কেন জানি আমাদের মনে হয়েছিল, যদিও খ্যাতনামা ব্যানার নয় তবে তা আমরা করবো।
আজ বগুড়া লাইভে তরুণদের নিয়ে তাদের কন্ঠস্বরকে তুলে ধরার ইচ্ছাপোষণ হয়েছে। আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই তরুণদের লেখাগুলো পাঠকের মন কাড়বে অতি শীঘ্রই। তবে এমন একটি তারুণ্যের কাগজকে টিকিয়ে রাখা আমাদের দেশে খুব খুব কঠিন ব্যাপার। এটা মনে হওয়ার কারণ, ছোটদের কাগযে দীর্ঘদিনের অভিজ্ঞতা, যা ছোটদের সংগঠনে সক্রিয় থাকা থেকে আহরিত। ছোটদের পত্রিকা দীর্ঘদিন ধরে টিকে থাকবে, এমন ইতিহাস খুব কম এ দেশে! বলা যায়, বিরল। সেই কম ইতিহাসের নজিরের মধ্যেও নজর কাড়বে আমাদের নব্যদীপ্তি। একটা কথা শুরুতে বলেছি, নব্যদীপ্তি শুধু ছোটদের নয়, বড়দের ও পাঠ্য বহু কিছুই থাকবে এর পাতায় পাতায়। শুধু নির্দিষ্ট একটা বয়সের জন্য পাঠযোগ্য কিছু সংযোজন করাই নয়, নব্যদীপ্তিতে এমন অনেক কিছু থাকবে যেটা বড়দেরও আকর্ষণ করবে চট করে।