সারাদেশ
রাত থেকেই বৃষ্টি, এই বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/16033614469681673470056_copy_780x405-scaled.jpg)
বঙ্গোপসাগর এ সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। তবে মধ্যরাত থেকে বৃষ্টি অঝোরে চলছে। সকালেও তা চলমান। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে চলমান এই বৃষ্টি থাকতে পারে আরো কয়েকদিন।
এদিকে, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছুটির দিন থাকলেও ব্যক্তিগত কাজে এক স্থান থেকে অন্যত্র চলাচলকারীরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিশেষ করে মিরপুর, মতিঝিল, ধানমণ্ডি, কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ পথচারীদের। এসব এলাকায় কোথাও কোথাও হাঁটুপানি জমেছে।