বগুড়া সদর উপজেলা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ নিরাপদ-মজনু

বগুড়া জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ নিরাপদ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ কাধে কাধ মিলিয়ে তাদের নিজ ধর্মের প্রতিটি ধর্মীয় অনুষ্টানে অংশগ্রহন করে। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নে রোল মডেল। দেশের প্রতিটি ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে।

তিনি পরিদর্শন কালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা উদযাপন করতে বলেন।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পুজামন্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন টি জামান নিকেতা, এ্যাড. মকবুল হোসেন মুকুল, শাহ আকতারুজ্জামান ডিউক, প্রদীপ কুমার রায়, এ্যাড. জাকির হোসেন নবাব, তপন চক্রবর্তি, আল রাজী জুয়েল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, নাজমুল কাদির শিপন, সজল শেখ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, তাকবীর, মুকুল, সজিব সাহা প্রমুখ। শহরের দত্তবাড়ি, চেলোপাড়া, মালতিনগর সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button