বগুড়ার চেলোপাড়ায় অটো ডিসইনফেকশন বুথের উদ্বোধন
বগুড়ায় শুক্রবার বিকেলে শহরের চেলোপাড়ায় করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ও স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে শীতলা মন্দির ও শ্রী শ্রী শনি মন্দিরের প্রবেশ মুখে স্থাপিত এসএসএসএ অটো ডিসইনফেকশন বুথের উদ্বোধন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
চেলোপাড়া সুমি ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কর সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদারের নিজস্ব উদ্যোগে মন্দিরে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে জীবাণুমুক্ত করার লক্ষ্যে স্থাপিত উক্ত বুথ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, শনি মন্দির কমিটির সভাপতি প্রবীল দাস, রাজু আহম্মেদ, ছাত্রনেতা মোহাম্মদ আলী শান্ত প্রমুখ।
করোনাকালীন সময়ের মাঝে এই বছর উদযাপিত শারদীয় দুর্গাপূজায় ভক্তবৃন্দের উদ্দেশ্যে মন্দিরের প্রবেশ মুখে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে যারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রশাসক জিয়াউল হক পূজোর শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।