বগুড়ায় বৃষ্টির কারনে কমেছে সবজির সরবরাহ এবং দামও চড়া
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় বগুড়ায় পাইকারি হাটবাজারে সবজির সরবরাহ অনেকটা কম। তাই দামও চড়া। বন্যা, অতিরিক্ত বৃষ্টির বিরূপ আবহাওয়ায় সবজির দাম বেশি পেলেও উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক।
গত বছর এ সময়ে বগুড়ার মহাস্থান পাইকারি হাটে ভরপুর ছিল শীতের সবজিতে। গত দুদিনের বৃষ্টিতে স্বাভাবিক সরবরাহ কমে গেছে হাট বাজারগুলোতে। অতিবৃষ্টি এবং চতুর্থ দফা বন্যার কারণে সবজির ক্ষেতে নষ্ট হয়েছে। তাই দাম বেশি হলেও লোকসান গুনতে হচ্ছ বলে দাবি কৃষকদের। অতিরিক্ত দামে সবজি কেনায় বেশি দামে বিক্রিও করতে হচ্ছে বলে জানান পাইকারি বিক্রেতারা। আর ক্রেতারা চড়া দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন।
এলাকার কৃষকরা জানান, আমার ছয় বিঘা জমি পানি নিচে। বৃষ্টির কারণে বন্যায় সব নষ্ট হয়ে গেছে। যে পরিমাণ মাল উঠার কথা, সে পরিমাণ মাল উঠে না। শনিবার মহাস্থান পাইকারি সবজির হাটে ফুলকপি ৮০ টাকা, সীম ১১০ টাকা মুলা ৩০ টাকা, লাউ প্রতি পিচ ২৫ থেকে ৩০ টাকা, করলা পটোল বেগুন ৫০ থেকে ৬০ টকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ পাইকারি হাটে প্রতিদিন প্রায় এক থেকে দেড় কোটি টাকার সবজি বেচাকেনা হয়।
সুত্রঃ সময় টিভি