শিক্ষা
অফলাইনেই হবে ঢাবি এবং চবি’র শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অফলাইনে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ডিন’স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান। তিনি বলেন, আমাদের আজকের মিটিং-এ দুইটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি, আগের মতই ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে। দ্বিতীয়টি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্যসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাহিরে নেয়া হবে, এ সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। এখন শুধু পরীক্ষা কিভাবে নেয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।