সারাদেশ

আজ নবমী, পূজা মণ্ডপে এখন বিদায়ের সুর

আজ নবমী, মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর। আর মাত্র একদিন পরেই সবাইকে কাঁদিয়ে কৈলাশে ফিরে যাবে দশভুজা দেবী দুর্গা। এবার দেবী এসেছেন দোলায় চড়ে, ফিরবেন গজে করে।

নবমীতে সকাল ৫টা ১৭ মিনিট থে সাড়ে ৭টা পর্যন্ত মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। এ দিন অগ্নিকে প্রতীক করে দেবীকে আহুতি দেয়া হয়।

অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিন দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের দিন।

নবমী হচ্ছে উৎসবের রাত। এ ছাড়া নবমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার জন্য ভিড় হয় দর্শনার্থীদের।

তবে করোনাভাইরাসের কারণে এবার পূজার উৎসবের আয়োজন সীমিতি করা হয়েছে। নবমীর দিনে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ এড়ানো হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যায় আরতিও বন্ধ এবং ভক্ত সমাগম এড়াতে সন্ধ্যার আগে বন্ধ করা হবে পূজামণ্ডপ।

এবারের বিজয়া দশমীতে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের দেবে বলেও জানিয়েছে পূজা উৎযাপন পরিষদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button