বগুড়া তিনমাথায় অসহায়দের পৌর পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ
২৫ অক্টোবর বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া পৌর কমিটির আয়োজনে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড তিনমাথা হিন্দু পাড়ায় অসহায় দুস্থদের মাঝে ৫ম দফায় বস্ত্র বিতরণ করা হয়।
তিনমাথা হিন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন পল্লব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এম আর রফিক, লুৎফুল বারী, এ আর সাগর, রাজীব সুজন সরকার স্বধীন সরকার মানিক সরকার লিটন, উকিল সরকার, সুপদ সরকার, সোহাগ সরকার, পল্লব ঘোষ প্রমুখ।