বিনোদন

শাহরুখ খান এবং গৌরীর দাম্পত্যের ২৯ বছর

আজ ২৫ অক্টোবর দাম্পত্য জীবনের ২৯টি বছর পার করছেন জনপ্রিয় এই দম্পতি। বিবাহ বার্ষিকীর এই দিনটিতে একে অপরের প্রতি ভালবাসা প্রকাশের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাতেও ভাসছেন এই তারকা দম্পতি।

পর্দার বাইরে বলিউডের সবচেয়ে আকর্ষণীয় জুটি মনে করা হয় শাহরুখ খান এবং গৌরী জুটিকে। ভালোবেসে বিয়ে করেছেন বলে নয়, বরং বিয়ের পর এখন পর্যন্ত কোনো ধরনের বিতর্কে জড়াননি তারা সে কারণে। চারদিকে যখন তারকাদের দাম্পত্য জীবনে ভাঙনের সুর, তখন শাহরুখ-গৌরীর ভালোবাসা যেন আরো গভীর হচ্ছে।

একবার এক ম্যাগাজিনে শাহরুখ বলেছিলেন, যদি কখনো সিনেমা কিংবা গৌরী মধ্যে কাউকে বেছে নিতে হয় তবে সিনেমাই ছেড়ে দিবেন কিং খান। কেননা তার এই ফিল্ম ক্যারিয়ারের পেছনে সবচেয়ে বেশি অবদান তার স্ত্রী গৌরির।

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ ও গৌরী। তখনও শাহরুখ ফিল্মস্টার ছিলেন না। সেই সময়টা ছিল স্ট্রাগলের। এরপর ধীরে ধীরে বলিউডের কিং খানে পরিণত হন শাহরুখ। আর গৌরী হয়ে ওঠেন একজন নামকরা ইন্টেরিয়র ডিজাইনার। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার।

সুত্রঃ চ্যানেল আই

এই বিভাগের অন্য খবর

Back to top button