খেলাধুলা
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

বুধবার বিকেলে শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের সভা কক্ষে দেশব্যাপী করােনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ খেলােয়ার, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশিস্টদের প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বগুড়া অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মােঃ জিয়াউল হক। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন সিআইপি, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সহ সভাপতি আলহাজ্ব শেখ, কোষাধ্যক্ষ শামীম কামাল ,সদস্য মাফুজুল ইসলাম রাজ, আল রাজী জুয়েল, দিলরুবা আমিনা আক্তার সুইট।
অসচ্ছল ৪৫ জন সদস্যর মাঝে ৭ হাজার টাকার করে চেক তুলে দেয়া হয়।