খেলাধুলা

সাকিবকে নিয়ে যা লিখলেন মুশফিক

আজ ২৯ অক্টোবর থেকে মুক্ত টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসান। সাজঘরে দুই হাত বাড়িয়ে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দল।  

সাকিব এই মুক্তির দিনে তাকে কাছে পাচ্ছে না তার টাইগার সতীর্থরা।  কারণ এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন।  

নভেম্বরের শুরুতে তিনি ফিরবেন বলে জানা গেছে।  ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে। 

নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের। তবে এখনই বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে না তাকে। কারণ আগামী বছরের জানুয়ারির আগে বাংলাদেশের কোনও খেলা নেই। তবে মুশফিকুর রহিম এখনই ম্যাচ জেতানো জুটি গড়ার স্বপ্ন দেখছেন সাকিবকে নিয়ে।

‘তরুণ বয়সে আমরা একসঙ্গে আমাদের ক্যারিয়ার শুরু করি। আমাদেরকে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানতে পারি যে একবছর আমরা একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো না, এটা ছিল আমাদের সবার জন্য বিশাল একটা ধাক্কা।’

মুশফিক তার ফেসবুক পেজে সাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এভাবে,

এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও লিখেছেন, ‘আমাদের দুর্দান্ত কিছু স্মৃতি আছে। একসঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি আমরা। নিজেদের সুসময়গুলোকে আমরা ভাগাভাগি করেছি। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমি খুব খুশি যে এই একটা বছর কেটে গেছে এবং আমরা আবারও একসঙ্গে মাঠে ফিরতে পারবো।’

দুজন মিলে আবারও দেশের জন্য ম্যাচজয়ী জুটি গড়তে চান- মুশফিক লিখেছেন পোস্টের পরের অংশে, ‘তুমি সবসময়ই চ্যাম্পিয়নের মতো কামব্যাক করেছো এবং আমি আবারও তোমার সঙ্গে ম্যাচজয়ী জুটি গড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ একসঙ্গে আবারও দলকে ম্যাচ জিতিয়ে দেশের জনগণের মুখে হাসি ফোটাবো।’

এই বিভাগের অন্য খবর

Back to top button