করোনা আপডেট

কোভিড-১৯: সারাবিশ্বে একদিনে আক্রান্ত ৫ লাখের বেশি

সারাবিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ।  ওয়ার্ল্ডোমিটারের হিসেবে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ। এই সময়ে প্রাণ হারিয়েছে ৭ হাজার ১০৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের মোট সংখ্যা যুক্তরাষ্ট্রে ৯১ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ।  সবচেয়ে বেশি মৃতের সংখ্যাও যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৩ হাজার। ভারতে এই সংখ্যা ১ লাখ ২০ হাজার।

ইংল্যান্ডে দিনে ১ লাখ আক্রান্ত
ইংল্যান্ডে প্রতিদিন গড়ে ১ লাখ করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।  লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, মহামারীর গতি বাড়ছে। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।  গবেষকদের মতে খুবই কঠিন পরিস্থিতি রয়েছে এবং কোনো একটা কিছুর পরিবর্তন আনার দরকার দেখা দিয়েছে।

ফ্রান্সে দ্বিতীয়দফায় জাতীয় লকডাউন
আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। বলেছেন, অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই লকডাউনে শুধু জরুরি প্রয়োজন ও চিকিৎসার কাজেই বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি মিলবে।

জরুরি নয় এমন কিছু ব্যবসা যেমন রেস্টুরেন্ট ও বার বন্ধ থাকবে। তবে স্কুল ও ফ্যাক্টরি খোলা থাকবে। দেশটিতে এপ্রিলের পরে এখন সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে। মঙ্গলবার একদিনেই ফ্রান্সে আক্রান্ত হয় ৩৩ হাজার মানুষ।

ম্যাক্রোঁ বলেন, দ্বিতীয় ঢেউ অবশ্যই প্রথমবারের থেকে অনেক কঠিন হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।  বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ৪৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১১ লাখ ৭৯ হাজার মানুষ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button