বিনোদন
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ে
বেশ কয়েকমাস ধরে তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। আগামীকাল (৩০ অক্টোবর) তার বিয়ে।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার সকালে মেহেন্দি অনুষ্ঠানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সিংঘম খ্যাত এই অভিনেত্রী। ব্যবসায়ী পাত্র গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে ঘোরার আগে মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন কাজল।
মেহেন্দি পরা হাত কপালে, কাল কাজলের বিয়ে
বিয়ে নিয়ে বেশ উত্তেজনায় কাজল। বিয়ের ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। বুধবারও ছবি আপলোড করতে ভুলেননি।
প্রসঙ্গত, গত মাসে গৌতম কিলুর সঙ্গে এনগেজমেন্ট হয় কাজলের। বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টির মধ্যে সোশ্যাল মিডিয়া বিয়ের কথা ঘোষণা করেন তিনি।