বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ফ্রান্সের পণ্য বয়কটের আহবানে আলেম সমাজের মানববন্ধন

বগুড়ায় ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র অংকন করে সরকারিভাবে দেয়ালে দেয়ালে ও বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাঁর সম্মানহানির প্রতিবাদে বগুড়া সাতমাথায় বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ বগুড়া জেলা শাখা ও বগুড়ার সচেতন আলেম সমাজের আয়োজনে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৯ অক্টেবর বৃহস্পতিবার সকাল ৯ টায় বগুড়া সাতমাথায় শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে ও বক্তব্য রাখেন- মাওলানা গােলাম আজম, মাওলানা গােলাম রব্বানি, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদি, মাওলানা রেজাউল করিম ফারুকী, মাওলানা শাহ্ আলম, মাওলানা ইব্রাহিম হােসাইন, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হালিম বগুড়া শহরের বিভিন্ন মসজিদের ঈমামগণ ও আরাে অনেকে।

বক্তারা অবিলম্বে ফ্রান্সের ন্যাক্কারজনক ঘটনা বন্ধের জোর দাবি জানান। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানাের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহ্বান ও বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবী জানান।

প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন শেষে দেশ ও জাতির কল্যান কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে মোনাজাত করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button