বগুড়া সদর উপজেলা
বগুড়ায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের মতবিনিময় সভা
বগুড়ায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ, বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর শুক্রবার শহরের নর্থওয়ে মোটেলে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ছিলেন সালাহউদ্দিন আহম্মেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা ইন ডেন্টিস সুজিত কুমার তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান (তুহীন), মোহাম্মদ আলী হাসপাতালের ডেন্টাল সার্জন ও বিডিপির উপদেষ্টা ডা: এম আর জামান, সিভিল সার্জন কার্যালয়ের ডেন্টাল সার্জন ডা: মো: ফারজানুল ইসলাম।
এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।