বগুড়া আদমদীঘিতে মডেল মসজিদের ভিত্তি ফলক স্থাপন
বগুড়ার আদমদীঘি উপজেলাতে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় আদমদীঘি বাসস্ট্যান্ডের পাশে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
ভিওিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন এই অনুষ্ঠানের প্রধান অথিতি জনাব মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক বগুড়া, এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অথিতি দুপচাচিয়া আদমদিঘীর নয়নের মনি জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,চেয়ারম্যান উপজেলা পরিষদ আদমদিঘী।
উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব সীমা শারমিন উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবা হক সহকারী কমিশনার ভূমি। গনপূর্ত বিভাগ এর নির্বাহী কর্মকর্তা জনাব বাকে উল্লাহ, আদমদিঘী বগুড়া, আরো অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জিল্লুর রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চাপা খন্দকার মহিলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গরা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দ।
সবাই বগুড়া আদমদিঘী মডেল মসজিদ ভবন নির্মাণ কাজের ভিওিপ্রস্তর স্থাপন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তৃতীয় তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হবে এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকার মতো,জমি ক্রয় করা হয় ৫ কোটি টাকা দিয়ে, জমির পরিমান ৪৩ শতক, এই মসজিদে বিভিন্ন সুযোগ সুবিধা মধ্যে নিচ তলায় ১২ হাজার বর্গফুটের মধ্যে থাকবে যেমন গাড়ি পাকিং, প্রতিবন্ধীদের নামাজের স্থান,মৃত্যু ব্যক্তির দাফন কাফন এর ব্যবস্থা,ইমাম মোয়াজ্জেম টেনিং সেন্টার,জেনোরেটর রুম,ইসলামিক ফাউন্ডেশন এর বুক সেলফ,ওয়েটিং রুম ও ডাইনিং কিচেন।
দ্বিত্বীয় তলায় ৭৮০০ বর্গফুটের মধ্যে থাকবে নামাজের স্থান, মিটিং হলরুম, অফিস ও খোলা জায়গা। তৃতীয় তলায় ৭৮০০ বর্গফুটের মধ্যে থাকবে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নামাজের স্থান, হেফজখানা, ইমাম ও টিচার রুম, ইসলামিক রিচার্স সেন্টার, জেনারেল ষ্টাফ ও গেষ্ট রুম এবং মসজিদের মিনারের উচ্চতা ৯০ফুট।
সর্বশেষে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।