আন্তর্জাতিক খবর

আগামী তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা।দেশটির ফেডারেল অভিবাসন মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

শ্রমিকের জোগান বাড়াতে এবং অর্থনীতিকে আরো শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে এই দুটি খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আলজাজিরার

অভিবাসন মন্ত্রী মার্কো মেনডিসিনো শুক্রবার অটোয়ায় সাংবাদিকদের বলেন, ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে ৪ লাখ ২১ হাজার অভিবাসীকে স্থায়ী বাসিন্দা হিসাবে গ্রহণ করা হবে। কানাডার আরো শ্রমিক দরকার। সেই সমস্যার সমাধানে কাজ চলছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের আগে অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই শ্রমিক এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

ইউনিভার্সিটি অব কারগেরি স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক শুক্রবার টুইটার বার্তায় জানান, সত্যিই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ১৯১১ সালের পর এটাই হবে সর্বোচ্চ অভিবাসী গ্রহণের ইতিহাস।

ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button