আন্তর্জাতিক খবরবগুড়া লাইভ - আপডেট

২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করোনার রোগী শনাক্ত হয়নি

পাঁচ মাসের মধ্যে এই প্রথম গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনার রোগী শনাক্ত হয়নি অস্ট্রেলিয়ায়। কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার সংবাদ মাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে।

গত ৯ জুন প্রথম দেশটিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনার প্রথম রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিনই রোগী শনাক্তের খবর পাওয়া যায়। তবে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত এই দেশে করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।

বিবিসি বলছে, অন্য অনেক দেশের মতো অস্ট্রেলিয়াতেও করোনার দ্বিতীয় পর্যায়ের ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শনাক্ত না হওয়ার রেকর্ড তৈরি হলো।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা নিয়ে যেসব কঠোর সিদ্ধান্ত বহাল আছে, সেগুলোতে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। সার্বিক পরিস্থিতিতে এক টুইট বার্তায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ায় এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫শ’র বেশি মানুষ; মৃত্যু হয়েছে ৯০০ জনের।  

এই বিভাগের অন্য খবর

Back to top button