সারাদেশ

ঘড়িয়ালকে উদ্ধারের পর ফের যমুনা নদীতে অবমুক্ত

সিরাজগঞ্জের বেলকুচিতে আটক ঘড়িয়ালটিকে অবশেষে ছেড়ে দেওয়া হলো। সোমবার (২ নভেম্বর) দুপুরে দ্য বার্ড সেফটি হাউজ ও বন বিভাগের লোকজন ঘড়িয়ালটিকে যমুনার পানিতে ছেড়ে দেন। ভোরে বেলকুচির বড়ধুল ইউনিয়নের বিল মহিষা গ্রামে যমুনা নদীতে জেলে ইসমাইল হোসেনের জালে ধরা পড়ে বিপন্ন প্রজাতির প্রাণীটি। এটি চিড়িয়াখানায় দেওয়ার কথা থাকলেও উপযুক্ত পরিবহন ব্যবস্থা না পেয়ে সেটি সম্ভব হয়নি।

বন বিভাগের লোকজন দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসের সহযোগিতায় ঘড়িয়ালটিকে যমুনায় ছেড়ে দেন বলে জানান স্থানীয়রা।

এর আগে রোববার (২ নভেম্বর) ওই এলাকায় ইসমাইল নামে  এক জেলের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে।  

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে রোববার গভীর রাতে ঘড়িয়ালটি ইসমাইল নামে জেলের জালে ধরা পড়ে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ভীড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলকুচি ও চৌহালী উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলামের সহযোগিতায় ঘড়িয়ালটিকে উদ্ধার করা হয়।  

বিষয়টি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানালে তার পরামর্শে সংরক্ষণের জন্য এর স্যাম্পল সংগ্রহ করার পর মহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

মামুন বিশ্বাস আরো বলেন, যমুনার চরাঞ্চলের জেলেদের বন্যপ্রাণীর বিষয়ে সচেতন করা প্রয়োজন। এর আগে শুক্রবারে চৌহালীতে আরও একটি ঘড়িয়াল আটক হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button