খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন
প্রবীণ ও খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রবার্ট ফিস্ক স্টোকে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দ্য আইরিশ টাইমস গতকাল রোববার জানায়, গত শুক্রবার রবার্ট ফিস্ক তাঁর ডাবলিনের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ডাবলিনের একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির কিছু পরেই তিনি মারা যান।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র ‘দি ইন্ডিপেন্ডেন্টের’ মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে কাজ করা ফিস্ককে ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস ‘যুক্তরাজ্যের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিদেশি প্রতিনিধি’ হিসেবে আখ্যায়িত করেছিল।
ক্যারিয়ারের দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংবাদ তুলে আনা ফিস্ক সম্মানজনক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে সাংবাদিকতার জন্য ‘ওরওয়েল’ পুরস্কার উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বেশ কয়েকবার ব্রিটিশ প্রেস অ্যাওয়ার্ডও পেয়েছেন।
‘সানডে এক্সপ্রেসে’ সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করা ফিস্ক ১৯৭২ সালে ‘টাইমস’-এ যোগ দেন। ১৯৭৬ সালে তিনি বৈরুতে গিয়ে মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি লেবাননের গৃহযুদ্ধ, ইরানের গণঅভ্যুত্থান, ইরাক-ইরান যুদ্ধ এবং আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান কাভার করেন।
ফিস্ক ১৯৮৯ সালে ‘দি ইন্ডিপেন্ডেন্ট’-এ যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্য প্রতিনিধি ছিলেন। ইন্ডিপেন্ডেন্টের হয়ে তিনি সাদ্দাম হোসেনের কুয়েত দখল এবং সিরিয়ায় সাম্প্রতিক যুদ্ধ কাভার করেন। তিনি সাবেক যুগোস্লাভিয়ায় বসনিয়া ও কসোভোর যুদ্ধ নিয়েও অনেক প্রতিবেদন লিখেছেন।
রবার্ট ফিস্কের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। তিনি বলেছেন, রবার্ট ফিস্কের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যতম একজন সেরা ভাষ্যকারকে হারাল।
সামাজিক মাধ্যমে রবার্ট ফিস্কের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের সাংবাদিকেরা।