বগুড়ায় রনি হত্যা মামলার আসামী মোহাম্মাদ সম্রাট গ্রেফতার
বগুড়ার জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি (২৯) হত্যা মামলার আরও একজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ৮ আগস্ট, এই হত্যাকান্ড মামলার প্রধান আসামি আব্দুস সোবহানকে (৩০) নওগাঁ জেলার রানীনগরের আবাদপুকুর থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বগুড়ার শহরের মালগ্রাম মধ্যপাড়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি ও তার ভাগিনাকে দুর্বত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় রোকনুজ্জামান রনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৭ জুলাই রাত দেড়টার দিকে তিনি মারা যান। স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ শহরের জামিলনগর তালতলা সড়ক থেকে হত্যা মামলার আসামি মোহাম্মাদ সম্রাট (২৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোহাম্মাদ সম্রাট শহরের মালগ্রাম কসাইপাড়ার মোহাম্মাদ ফেরদৌসের ছেলে।
বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মাদ সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।
সম্রাট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার আসামি, হত্যা ঘটনার পর থেকেই পলাতক ছিল। গত শনিবার গ্রেফতারের পরেই তাকে সদর থানায় হস্তান্তর ও রোববার আদালতে পাঠানো হয়েছে।