আদমদিঘী উপজেলাগাবতলী উপজেলাদুপচাঁচিয়া উপজেলাশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় ডিসেম্বরের মধ্যে চার উপজেলা আ’লীগের সম্মেলন

বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বার্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক নভেম্বরের মধ্যে উপজেলাগুলিতে ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন, পৌরসভাগুলিতে প্রার্থী নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত এবং আগামী ডিসেম্বরের মধ্যে গাবতলী, আদমদীঘি, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার বিকাল ৩টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, আজিজুল হক, মোস্তাফিজার রহমান মোস্তা, আব্দুল খালেক দুলু, সিরাজুল ইসলাম খান রাজু, আব্দুস সালাম ভুলন, আব্দুর রাজ্জাক মিলু, আব্দুস সাত্তার, আহসান হাবিব আম্বিয়া, টি আই এম নুরুন্নবী তারিক, হেলাল উদ্দিন কবিরাজ, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম রফিক, ফজলুল হক ফজলু।

এই বিভাগের অন্য খবর

Back to top button